মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।
বরিশালের বানারীপাড়া থানার সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রন অভিযানে চার কেজী গাঁজা সহ এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ তার(শাকিল) স্ত্রী মিমকে গ্রেফতার করে পুলিশ। অভিযান কালে মাদক কারবারি শাকিলকে না পেলেও তার বাড়ির আশপাশে থেকে পুঁটলি বাঁধা বিপুল পরিমাণে গাঁজা জব্দ করা হয়।পরবর্তীতে শাকিলের স্ত্রী মিম ও তার স্বামী শাকিলকে আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক কারবারি শাকিলের বাবা জানান, ছেলে শাকিলের এমন কর্মকাণ্ডে তিনি লজ্জিত এবং প্রশাসনের কাছে মাদক কারবারি ছেলের শাস্তির দাবি করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মোস্তফা বলেন, আমি বানারীপাড়া থানায় মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সেবক বা মাদক কারবারি যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply