December 26, 2024, 10:05 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি। রংপুরের তারাগঞ্জে চোরাই পাইপসহ তিনজনকে আটক করেছে টহল পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে রংপুর-দিনাজপুর মহাসড়েকর বরাতি গ্রামের কাছে ওই তিন চোরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক নির্মাণকারী মনিকো কোম্পানী রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর দক্ষিণে সড়ক নির্মাণের জন্য ক্যাম্প স্থাপন করেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই ক্যাম্পের নৈশপ্রহরীর দায়িত্বে থাকা চৌপথী এলাকার আবু হানিফ (৩৫) পিয়ন ঝাকুয়াপাড়া গ্রামের মাসুদ রানা(২৫) ও পিয়ন বড়গোলা গ্রামের আসাদুজ্জামানের(৩০) সহযোগিতায় ক্যাম্পে থাকা ১৮ হাজার টাকা মূল্যের একটি লোহার পাইপ ভ্যানে করে বড়গোলা গ্রামের আব্দুল কাদের(৫০), জুয়েল রানা (৩৫), রবিউল ইসলাম (৩৬) চুরি করে নিয়ে যাচ্ছিল। রাত ২টা ১৫মিনিটের দিকে মহাসড়ক ঘেঁষা বরাতি গ্রামের কাছে পাইপসহ ভ্যানটিকে দেখলে টহলে থাকা পুলিশের সন্দেহ হয়। পরে তারাগঞ্জ থানার এসআই তোহাকুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মনিকো কোম্পানীর সুপার ভাইজার সাদেকুল ইসলাম বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে থানা চুরির মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, চুরির ঘটনায় ৬জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। চুরির সহযোগিতা করা আবু হানিফ, আসাদ্জ্জুামান ও মাসুদ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।