December 26, 2024, 11:31 am
ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপার ভাটই গ্রামে ৬ বছরের শিশু কে ধর্ষণের অভিযোগে সুমন লস্কর (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে আমতলা চরমুরারীদহ গ্রামের খলিল লস্করের ছেলে। সুমন ভাটই বাজারে এক কাঠের দোকানে রং মিস্ত্রির কাজ করে। মঙ্গবার দুপুরে ফার্নিচারের দোকানে শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঝিনাইদহ
আতিকুর রহমান।