January 6, 2025, 11:44 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।। দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বন্যার পানি কমে যাওয়ায় বানারীপাড়ায় নতুন ভাবে আমন চাষের দিক ঝুকছে। অনেকে ক্ষতি কাটানোর জন্য স্বল্প সময়ের মধ্যে আমন বা খরিপ মৌসুমে ভাল ফলনের জন্য গুরুত্ব দিয়ে চাষ করছে। সৈয়দকাঠীর কৃষক রবীন হালদার জানান, ভাবছিলাম বন্যার পানি দীর্ঘদিন থাকবে আউশ ফলনের মতই আমনের ক্ষতি হবে। পানি তারাতারি নেমে যাওয়ায় সে আশংকা নেই। বিজের কিছু সংকট রয়েছে। কারন পানি বৃদ্ধিতে সময়মত অনেক জমিতে পর্যাপ্ত বীজতলায় করা যায়নি। তবে অন্য জায়গা থেকে বীজ সংগ্রহ করতে হচ্ছে। তবে দাম একটু বেশি পরছে। আশাকরি ফলন ভালই হবে। একই কথা বল্লেন, চাখার ইউনিয়নের কৃষক আব্দুর রহিম, ইলুহারের মোঃ জামাল, বিশারকান্দির সাদেক আলী।
এ ব্যাপারে, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জালিস মাহমুদ জানান, চলতি আমন বা খরিব মৌসুমে বানারীপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নে ৫ হাজার ৫ শ হেক্টর জমিতে আমন আবাদ চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে চাষীরা ৩ হাজার ৭ শ হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে। এখানে উফসী, বিরি-৩৩ থেকে ৭৭ জাতের এবং স্থানীয় নাজির সাইল, সাদা ও লাল মোটা দুধকলম জাতের ধান চাষ করা হচ্ছে। উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এ অঞ্চলে আমনের বাম্পার ফলন হবে আশা করছি। মাঠ পর্যায়ির উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের গ্রুপ করে দেয়া হয়েছে। কৃষকদের সাথে আলোচনা করে কখন কোথায় কি করতে হবে তা মনিটরিং করবে। সারের বাজার স্থিতির জন্য ওই গ্রুপ কাজ করবে। বানারীপাড়ায় বিভিন্ন প্রকারের ৪৫ মেট্রিক টন সার ব্যবহার করবে কৃষকরা। #