January 15, 2025, 4:40 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নং সদর ইউনিয়নের দমদম হতে ছনটিলা এলাকার জনগণ অবহেলিত হয়ে আছে বছরের পর বছর ধরে। পানছড়ি বাজার থেকে ছনটিলায় এই সড়কটিতে উন্নয়নের কোনো ছোঁয়ায় লাগেনি বলে জানা যায় জনগণের কাছ থেকে।এই সড়কের বেহাল দশা নিয়ে নানা সময় ইউনিয়ন পরিষদ,উপজেলা প্রশাসনসহ জেলার সংসদ সদস্য পর্যন্ত অবহিত করা হয়েছিল। বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করা হয়েছিল কিন্তু এই রাস্তার উন্নয়নে কেউ এগিয়ে আসেনি।
এলাকাটিতে সরজমিনে গিয়ে দেখা যায় ৭ কিলোমিটারের সড়কটির বিভিন্ন স্থানে ভাঙা ও গর্তে ভরা। এই গর্তের কারণে বর্ষাকালে জনগণকে আরও চরম ভোগান্তি পোহাতে হয়।এতে স্কুল গামী শিক্ষার্থী,কোনো জরুরী অবস্থায় রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌছানো সম্ভব হয়না।
এইছাড়াও রাস্তা ভাঙা ও বেহাল অবস্থার কারণে সিএনজি ও মোটরসাইকেল ব্যতীত অন্য কোন যানবাহন চলাচল করে না।ফলে অধিক ভাড়া দিয়ে এই এলাকার জনগণকে পানছড়ি বাজারে আসতে হয়।।সিএনজি দিয়ে ছনটিলা থেকে পানছড়ি বাজারে আসতে একেক জন লোকের আসা যাওয়া ১০০ টাকা খরচ হয়ে যায়।আর মোটরসাইকেলে যায় জনপ্রতি ২৪০ টাকা।
এর ফলে দরিদ্র পরিবারের লোকজনকে অতিকষ্টে দিনযাপন করতে হয়।আর তাছাড়া এই এলাকার লোকজন কৃষি নির্ভর। এখানকার বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।কৃষি কাজের বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসা পর্যন্ত একজন কৃষকের অনেক টাকা খরচ হয়।ফলে পর্যাপ্ত পরিমাণে লাভের মুখ দেখেনা কৃষক।
স্থানীয় সূত্রে আরও জানা যায়,এখানে দমদম হতে ছনটিলা পর্যন্ত সাতটি গ্রামের দশ হাজার লোকের বসবাস রয়েছে।জীবিকার প্রয়োজনে প্রতিদিন গড়ে দুই তিন হাজার লোককে পানছড়ি বাজারে আসা যাওয়া করতে হয় এই সড়কটি দিয়ে।
স্থানীয় জনগণের দাবী খুব দ্রুত সময় এর মধ্যে সড়কটি ঠিক করে জনগণের চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য সরকার ও কর্তৃপক্ষের নিকট দাবী জানান।