ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নে স্বচ্ছতার সাথে ভিজিএফ বিতরণ

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে স্বচ্ছতার সাথে অসহায়, দুঃস্থ ও ছিন্নমুল পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১০কেজি চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮জুলাই ২০২২) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২৬০৩ জন ভুক্তভোগীর মাঝে ভিজিএফ এই চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার।

এসময় বীরমুক্তিযোদ্ধা ইজ্জত আলী,যুবলীগ নেতা নাজমুল হক, আতাব উদ্দিন মেম্বার,রেখা রাণী,হালিমা খাতুনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগ এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সংশ্লিষ্ঠ ইউনিয়নে জনপ্রতিধিগণ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার বলেন, ভিজিএফ কার্ডধারীরা যাতে কোন ধরণের ভোগান্তির স্বিকার এবং বিশৃংখল পরিস্থিতি না হয় সেই লক্ষে স্বচ্ছতা বজায় রেখে পুরুষ ও নারী পৃথক সারিবদ্ধ করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ঠ ওয়ার্ড পযায়ের জনপ্রতিনিধিগণ ভিজিএফ বিতরণে সহযোগীতা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *