January 15, 2025, 4:44 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীকে চাল ওজনে কম দেয়ায় ১জন ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোয় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় আরও ৬জন ব্যক্তিকে ৬টি মামলায় ৩৯৫০ টাকাসহ মোট ৮৯৫০ টাকা আর্থিক জরিমানা করেন পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর ) দুপুর ১২.৩০ টার সময় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ বলেনঃসকলকে সরকারি নির্দেশনা মেনে ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে যানবাহন চালাতে হবে।আর না হলে জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।