হবিগঞ্জে প্রধান বিচারপতি বললেন আমি দায়িত্বভার গ্রহন করার পর বিচার বিভাগ ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন হয়েছে

সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ প্রতিনিধি।। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমি দায়িত্বভার গ্রহণ করার পর বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটালাইজেশন, আধুনিককরণ ও বিচার সেবা প্রার্থী সহজকরণ করা লক্ষে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি আজ বৃহস্পতিবার বেলা ৩টায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হল রুমে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিষ্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, বিভিন্ন আদালতের বিচারকগণসহ সমিতির আইনজীবীগণ এসময় উপস্থিত ছিলেন।

পরে আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *