আদিতমারীতে ফেন্সিডিলসহ মুকুল গ্রেফতার

মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৬০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোক্তারুল ইসলাম, এর নেতৃত্বে এসআই /মোঃ হারুন অর রশিদ, ও সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন দুর্গাপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে মুকুল মিয়ার, শয়ন ঘরে তল্লাশি করিয়া তাহার বসত বাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী আধা পাকা চৌচালা টিনের শয়ন ঘরের ভিতর খাটের নিচ হইতে একটি পাটের তৈরী চটের বস্তার ভিতর রক্ষিত ১৬০ (একশত ষাট) বোতল ভারতীয় কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মুকুল মিয়া,কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলে মুকুল মিয়া(২৮), পিতা মোঃআজিজুল ইসলাম, সাং দীঘলটারী (ডিগ্রীচর) ৫নং ওয়ার্ড, থানা আদিতমারী, জেলা- লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়। –

আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোক্তারুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার
দুর্গাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মুকুল মিয়া, নামের একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

হাসমত উল্ল্যাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *