বরিশালের বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত – ৫

:কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের বাবুগঞ্জে রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা হতে কুয়াকাটাগামী এনা প‌রিবহন এর একটি যাত্রীবাহী বাস দূর্ঘটনা কবলিত হয়ে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে বরিশালর্্যাব – ৮ এমন তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল ১৭ এপ্রিল বুধবার বেলা ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা হতে কুয়াকাটার উদ্দেশ্য ছেরে আসা এনা প‌রিবহন ঢাকা মে‌ট্টো ব-১৫-৪৯০০ নম্বর সংযুক্ত যাত্রীবাহী বাস‌টি আনুমা‌নিক ১৫/২০ জন যাত্রী নি‌য়ে আসার সময় রহমতপুর এয়ার‌পোট মো‌ড়ে রাস্তার বাম পা‌র্শ্বে পুকু‌রে প‌ড়ে গিয়ে ঘটনা স্হানে ৪/৫ জন যাত্রী গুরুতরভাবে আহত হয় স্থানীয় লোকজন তা‌দের উদ্ধার করে শে‌রে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *