আনোয়ার হোসেন,
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামে মোসাৎ: রাবেয়া আক্তার সাথী নামে এক নারীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ দিয়েছেন শতাদিক লোক। গত সোমবার (১লা মার্চ) নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বরাবর এলাকাবাসী ওই অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাথী সহ তার পরিবারের কিছু সহযোগীর ব্যাপারে ইয়াবা বিক্রি সহ সেবনের বিরুদ্ধে জরুরী আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত রাবেয়া আক্তার সাথী ৫নং জলাবাড়ি ইউনিয়নে কামারকাঠি এলাকার আব্দুল জলিল মিয়ার কন্যা। রাবেয়ার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
লিখিত অভিযোগে জানাগেছে, রাবেয়া আক্তার সাথী এলাকায় ইয়াবা বিক্রি সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তার রমরমা মাদক ব্যবসায় এলাকার যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। রাবেয়ার দৌরাত্মে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। রাবেয়া আক্তার সাথীর মাদক বিক্রির সহযোগীতার কাজে রয়েছে তার আপনজন সহ বহিরাগত দুই ডজনের বেশি সহযোগী। যারা সবাই প্রতক্ষ্য পরক্ষ মাদক বিক্রির কাজে জড়িত।
লিখিত অভিযোগে আরো জানাযায়, তার মাদক বিক্রির বিরুদ্ধে কেহ কোন প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা দিয়ে থাকেন রাবেয়া আক্তার সাথী।
এমনকি কোন কোন সম্মানিত লোককে মামলার ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাবেয়া আক্তার সাথী বলেন, আমি পূর্বে ইয়াবা বিক্রি করতাম। মামলা খাওয়ার পর গত দুই বছর যাবত এ কাজে জড়িত নেই। এলাকার একটি মহল একসময় আমার কাছ থেকে সুবিধা নিত। এখন তারাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি গোলাম সরোয়ার জানান, রাবেয়া আক্তার সাথী সে একজন মাদক ব্যবসায়ী তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তবে এখন সে মাদক বিক্রি করে কিনা তা আমার জানা নেই। মাল সহ পেলেই তাকে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, রাবেয়া আক্তার সাথীর নামে এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply