উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কাজী আনোয়ার মিয়া আনুর আলোচনা সভা ও ইফতার পাটি 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য মাঠে নেমে কাজ করছেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু। 

 বৃহস্পতিবার (২৮মার্চ) পান্ডারগাও ইউনিয়নের দশনলী মোকামে কাজী আনোয়ার মিয়া আনু’র উদ্যোগে আলোচনা সভা ও গণ ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। ইফতার পাটিতে অংশ নিয়েছেন, পান্ডারগাও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ। ইফতারের পূর্বে এক আলোচনা সভায় কাজী আনোয়ার মিয়া আনু বলেন, আমি আপনাদের ভাই বন্ধু। আপনারা আমাকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয় যুক্ত করলে, আপনাদের ভোটের অধিকার সম ভাবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আলোচনা সভা পরবর্তী ইফতার পাটিতে মোকামের খতিব 

 দেশ ও জাতীর তথা মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন। পরে গণ ইফতার শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ-শ্রেণী পেশার মানুষ জন্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *