September 17, 2025, 2:54 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশা-সনের মত বিনিময় সভা মুকসুদপুরের কাশালিয়ার সৌদি প্রবাসী ঠিকাদার শাহাবুদ্দিন মিয়াকে নিয়ে ফেসবুকে অ-পপ্রচারের প্র-তিবাদ কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভ-ঙ্গের অভি-যোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ব-হিস্কার জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে মানিকগঞ্জ জেলাকে হা-রাল ময়মনসিংহ দুর্গাপূজা উপলক্ষে ৩৭.৪৬ মেট্রিকটন ইলিশের প্রথম চা-লান গেলো ভারতে সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় চা-ঞ্চল্যকর ডা-কাতি মামলার মূ-লহোতা রুহুল আমিন গ্রে-ফতার ডিবি পুলিশের অ-ভিযানে ৫০ হাজার টাকাসহ প্র-তারক এক নারীকে গ্রে-ফতার কোবরা সা-পের ছো-বলে আহ-ত নারী, হাসপাতালে আনলেন সাপটিকেও রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার সুজানগরে প-রিত্যক্ত অবস্থায় অ-স্ত্র উ-দ্ধার
জমি সংক্রান্ত বিরোধে হামলা-মামলায় ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

জমি সংক্রান্ত বিরোধে হামলা-মামলায় ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও লুটপাট মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট হলেও আসামী মোঃ সোনা মিয়া ও মোঃ রুবেল হাসানকে গ্রেফতার করতে পারেননি পুলিশ, এমনই অভিযোগ করেন এই মামলার বাদী শেখ রিয়াজ উদ্দিন (৪১)।
শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ইং) শেখ রিয়াজ উদ্দিন জানান, দলিল নং ৩০৯১, তারিখ-২৬-২-১৯৯০খ্রিঃ, ভলিউম নং ৩১, পৃষ্টা নং-২৭০-২৭৬, সাভার সাব-রেজিস্ট্রী অফিস, ঢাকা। দাতা-মোঃ চান্দ মিয়া, পিতা-মরহুম শেখ বাসু, সাং-আউকপাড়া, থানা-সাভার, ঢাকা। গ্রহিতা ১। মোঃ সাজাহান মিয়া, ২। মোঃ ইদ্রিস আলী, পিতা-মোঃ ওয়াজ আলী, সাং-কলমা, থানা সাভার, জেলা ঢাকা। তফসিল মৌজা-আউকপাড়া, দাগ নং-সাবেক ৭/৪৪ হাল-২৬৮, হস্তান্তরকৃত জমির পরিমাণ ২৬ শতাংশ জমিসহ একাধিক জমি। ভ্রম সংশোধন দলিল। বর্ণিতবস্থায়, সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ১০৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়। (মোঃ ফারুক হোসেন) সাব-রেজিস্ট্রার সদর রেকর্ড রুম, ঢাকা। তারিখ: ২৬-১২-২০২২ইং। এই জমির ঘটনাস্থল ক্রাইম জোন বলে এলাকাবাসী জানায়।
উক্ত একাধিক জমির মালিক শেখ রিয়াজ উদ্দিন গং জানান, আমাদের জমি সংক্রান্ত বিরোধে বিবাদী ১। সোনা মিয়া, পিতা-মৃত চাঁন মিয়া ওরফে চান্দমিয়া, ২। মোঃ রুবেল হাসান, পিতা-মোঃ সোনা মিয়া গং তাদের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের জমিতে স্থাপনা ভাংচুরসহ সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাট করে। এ ব্যাপারে মামলা করেছি। সূত্রঃ ঢাকা (আশুলিয়া) সিআর মামলা নং-১০৯৩/২০২২, ধারা ৪১৯/৪২০/ ৪০৬/ ৪৬৫/ ৪৬৭/৪৬৮/ ৪৭১/৫০৬/৩৪ পেনাল কোড। এই মামলার গ্রেফতারী ওয়ারেন্ট থাকলেও এই আসামীদেরকে গ্রেফতার করতে পারেননি বলে দাবী করেন শেখ রিয়াজ উদ্দিন। এ ব্যাপারে পুলিশ ও র‌্যাব জানায়, আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD