August 31, 2025, 12:26 pm
পঞ্চগড় প্রতিনিধি ঃআজ থেকে তিন বছর আগে সাংবাদিক বাবুল হোসেনের পিতা আলহাজ্ব গুলজার রহমান দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় তার পুরাতন পঞ্চগড় নিজ বাড়িতে একুশে জানুয়ারি ২০২১ সালে ভোর ৬.৫ মিনিটে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? মৃত্যুকালে ৬ সন্তান অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তাই প্রতিবছরের নেয় তার গ্রহের মাপারাত কামানোর জন্য পুরাতন পঞ্চগড় বাড়িতে সকাল থেকে আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময়ে আখেরি মোনাজাত করেন রাজনগর জামে মসজিদের খতিব আলহাজ্ব মীর মুর্শিদ তুহিন.।