কুয়াকাটার কালাচানপাড়াতে রাখাইন আদিবাসীদের অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মংচিন থান কুয়াকাটা থেকে।।কুয়াকাটা কালাচান পাড়া রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রের, বাংলাদেশ আদিবাসী ফোরাম বরিশাল অঞ্চল আয়োজনে ২৯ শে আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকায় রাখাইন আদিবাসীদের ভূমি, ভাষা, শিক্ষা ও সংস্কৃতিক অধিকার বিষয়ক বর্তমান প্রেক্ষিত ও আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সাংগঠনিক সম্পাদক মি:মংম‍্যা এর সঞ্চালনায় বাংলাদেশ আদিবাসী ফোরামের বরিশাল অঞ্চলের সভাপতি মি:মংচোথিন তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, সহকারি অধ্যাপক মো:খান এ রাজ্জাক,পটুয়াখালী রাখাইন সমাজ কল‍্যান সমিতির সভাপতি মি:তেনসুয়ে হাওলাদার,সাধারন সম্পাদক মি:মংতেন তালুকদার,বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি:মংচিন থান,আমখোলা পাড়া সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মি:চোতেন তালুকদার, কালাচান পাড়া সমাজ সেবক মি:মংম‍্যাচিং, ও দিয়া আমখোলা পাড়া সমাজ সেবক মি:মংখেন প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা ।সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সরকারি চাকুরিতে আদিবাসীদের ৫% কোটা সংরক্ষণ করতে হবে।রাখাইন ছাত্র-ছাত্রীদের জন্য মাতৃভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ এবং রাখাইনদের প্রতি মিথ্যা মামলার গুলো দ্রুতগতিতে প্রত্যাহারের দাবি জানান।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *