মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রাজবাড়ী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা বরকত আলী গতকাল রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহে ওয়া…. রাজেউন। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে, মেয়ে ও স্ত্রীসহ অসংখ গুণগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১১:০০ টার সময় মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ও নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বাবলু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ওসি মাহবুব আলম মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বরকত আলীর মৃত্যু

Leave a Reply