December 26, 2024, 6:50 pm
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //
নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পরিচিত সভা ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (২৬আগষ্ট)সকাল ১১টায় ২১নং স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠানে নবগঠিত কমিটির ১১জন সদস্যদের সাথে সাবেক কমিটির পরিচয় করিয়ে দেন বর্তমান কমিটির সভাপতি ।পরে বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সদস্যরা হলেন, ওয়াহিদুজ্জামান মানিক( সভাপতি) ,ফুয়াদ হোসেন( সহ-সভাপতি), অন্যান্য সদস্যরা হলেন, মিঠুন আচার্য্য অনুজ, মোঃ শামসুলহক, দেবব্রত সমদ্দার, আনোয়ার হোসেন , মনিন্দ্রনাথ চক্রবর্তী , মারজান ফেরদৌস, শারমিন সুলতানা, মাহিনুর বেগম, ও সুজন সমদ্দার।
২১নং স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত সভাপতি ওয়াহিদুজ্জামান মানিক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর সঞ্চয় দত্ত রতন, সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন সাবেক কমিটির সহ-সভাপতি অসিম কর্মকার, সাবেক সদস্য সইটি,আজাদ সরদার, এবং অত্র স্কলের, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে স্কুলের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় ৷এ সময় স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নিযুক্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন তারা।
আনোয়ার হোসেন
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি।