নোটারীর মাধ্যমে বিয়ে করার সময় প্রেমিক যুগল আটক

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় অপ্রাপ্ত বয়স্ক প্রেমিকার সাথে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করার সময় আটক করা হয় প্রেমিক যুগলকে। ঘটনাটি ঘটে বুধবার সকালে পাইকগাছা আদালতের জনৈক এক আইনজীবীর কক্ষে।
জানাযায়, উপজেলার লতা ইউনিয়নের পুটিমারী গ্রামের লিয়াকত গাজীর ছেলে আলমগীর গাজী (২১) প্রেমজ সম্পর্কের সূত্র ধরে খুলনা সদরের টুটপাড়া এলাকা থেকে জনৈক ব্যক্তির ৯ম শ্রেণি পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে বুধবার সকালে পাইকগাছা আদালতের জনৈক এক আইনজীবীর কক্ষে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম এর নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার চন্দন ব্যানার্জি ও আনসার সদস্য রাকিব অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলকে আটক করে।
পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে শর্ত সাপেক্ষে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে তার পিতার কাছে হস্তান্তর করে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *