January 15, 2025, 8:15 am
আজিজুল ইসলামঃ বেনাপোল পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন পৌর নির্বাচনে বিজয়ী নবাগত মেয়র আলহাজ্ব নাসির উদ্দীন।
রবিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল পৌরসভার ভবনের দায়িত্বভার বুঝিয়ে দেন পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
দায়িত্বভার গ্রহণের সময় নব-নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর কামরুন্নাহার আন্না, জুলেখা, মোছাঃ মর্জিনা মিম, সাধারণ আসনের পুরুষ কাউন্সিলর সুলতান আহমেদ বাবু, শরীফুল ইসলাম, মিজানুর রহমান, কাজী শাহীনুল ইসলাম, মোঃ আজিম উদ্দীন গাজী মোঃ আসাদুজ্জামান, মোঃ মজনুর রহমান, মোঃ হাসানুজ্জামান তাজিন ও মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১, শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, যশোর জেলার মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা সালমা আলম, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যন কবির উদ্দীন তোতা, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জাদ হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।