ত্রিশালের কাঁঠাল ইউনিয়নে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় স্থানীয় কালিবাজার বনিক সমিতির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন অবদান ও জাতীয় পার্টির শাসন আমলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরন করা হয়।

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুল বারেক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার (তপন)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিন।

কাঁঠাল ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, জাতীয় যুব সংহতির সদস্য সচিব উজ্জ্বল মিয়া, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আল মাসুম রায়হান, সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *