গোপালগঞ্জে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন “কচি কন্ঠের আসর”-এর উদ্যোগে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জুন) ‍দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ‍সুরিপী সালিনাবক্সা উচ্চবিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন “কচি কন্ঠের আসর”-এর সিইও হাসিব এ হোসেন, মুকসুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, আওয়ামী লীগে নেতা মহিউদ্দিন আহম্মেদ, জোবায়ের হোসেন বক্তব্য রাখেন।

পরে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার স্কুল ব্যাগ, টি শার্টসহ শিক্ষা উপকরন তুলে দেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠান শিক্ষার্থী ছাড়াও শিক্ষকমন্ডলী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ভিত্তিক এই অর্গানাইজেশন “কচি কন্ঠের আসর” প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বব্যাপী শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও সংগঠনটি অর্থনৈতিকভাবে অনগ্রসর শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরনসহ আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের আর্থিত সহযোগিতা করে আসছে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *