March 15, 2025, 2:58 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় সংসদে গণমুখী বাজেট পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে গোপালগেঞ্জে আনন্দ মিছিল হয়েছে। জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন এ কর্মসূচীর আয়োজন করে।
আজ মঙ্গলবার (২৭ জুন) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারন সম্পাদক আলিমুজ্জামান বিটু, যুবলীগ নেতা জাহেদ মাহামুদ বাপ্পি বক্তব্য রাখেন।
এ কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।