April 3, 2025, 11:14 pm
(রিপন ওঝা, খাগড়াছড়ি)
খাগড়াছড়িতে যুব মহিলা লীগ কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত এ আজ ৮আগস্ট রোজ সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া, বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সম্মানিত বিশেষ অতিথি সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা তাতু এবং বিশেষ অতিথি সহসভাপতি মনির খান, যুগ্ম সাধারন সম্পাদক এম এ জাব্বার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ প্রচার সম্পাদক নুরল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য শামিম,ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমা উপস্থিত ছিলেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা নেত্রী অঞ্জলী ত্রিপুরা, লেখি চাকমা, বেনুকা ত্রিপুরা, বিউটি চৌধুরী, মুন্না চাকমা, মরিউম বেগম, নেন্সি মারমা, লিজা রানী ত্রিপুরা, বর্ষা ত্রিপুরা, টুনটুনি ত্রিপুরা(পাখি), বিনা ত্রিপুরা, তিশা ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমে বিউটি রানী ত্রিপুরা সভাপতিত্বে সাধারন সম্পাদক বিলকিছ বেগম সঞ্চালনা করেন।