December 27, 2024, 3:02 am
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে নাবা কন্ট্রাকশন এড মিক্সচার কোম্পানির ইমারত নির্মাণ কারিগরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৪ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নাবা কনট্রাকশন অফিসার ইনচার্জ আব্দুর রহমান।ঠাকুরগাঁও জেলার ডিপো মোঃশাদমান শাহ্।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার ইঞ্জিনিয়ার নবাব হোসেন সহ ৫০ জন নির্মান শ্রমিক।
অনুষ্ঠানে নির্মাণ কাজে নাবা কন্ট্রাকশন এড মিক্সচার ব্যবহারের প্রয়োজনিয়তা সম্পর্কে অগত করা হয়। এটি ব্যবহারে সর্বোচ্চ মাত্রার পানি প্রতিরোধক, মনোরম ফিনিশিং এ সহায়তা প্রদান,তাপ প্রতিরোধক,সিমেন্ট ও পানির অনুপাত হাস করে,ক্ষারক পদার্থ হতে কংক্রিট রক্ষা করে,কংক্রিটকে দ্রুত জমাট বাঁধায়,ছত্রাক ও শ্যাওলা প্রতিরোধী।অনুষ্ঠান শেষে আগত অতিথিদের বর্ষায় ব্যবহারের জন্য ছাতা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও।।