মহেশপুরে প্রেমীককে যেতে বাধা দেওয়ায় প্রেমীকার আত্মহত্যা

ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধিঃ-

প্রেমীকের সাথে যেতে স্বজনরা বাধা দেওয়ায় মনের দূঃখে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন সুমনা খাতুন (১৭) নামের এক যুবতী। ঘটনাটি ঘটেছে ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে।
ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে।
থানা পুলিশ সংবাদ পেয়ে সুমনা খাতুনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের সোনা মিয়ার মেয়ে সুমনা খাতুন কুশাডাঙ্গা গ্রামে নানা রমজান আলীর বাড়ীতে থেকে লেখা পড়া করতো। একই গ্রামের ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো এক যুবকের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সুমনা খাতুন।
প্রতিবেশীরা জানান, গত কয়েক দিন পর্বে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো যুবকটি বাড়ীতে এসে সুমনার সাথে দেখা করে। পরে ঐ ছেলেটা ঢাকায় চলে গেলে তার সাথে সুমনাও যাওয়ার চেষ্টা করে। কিন্তু নানা বাড়ীর লোকজন সুমনাকে বাধা দেওয়ায় তার আর ঢাকায় যাওয়া হলোনা। আর এ কারনেই সুমনা মনের দূঃখে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্ত করে নিজ গ্রামে নামাজে জানাযা শেষে গত বুধবার eeপারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, অপমৃত্যুর ঘটনায় মহেশপুর থানায় মঙ্গলবার বিকালে একটি মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *