January 3, 2025, 8:37 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
সুজানগরে মুখের মাস্কে চেতনানাশক স্প্রে ব্যবহার করে দুই ব্যবসায়ীর টাকা ছিনতাই

সুজানগরে মুখের মাস্কে চেতনানাশক স্প্রে ব্যবহার করে দুই ব্যবসায়ীর টাকা ছিনতাই

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে মুখের মাস্কে চেতনানাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে দুই গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে ৯৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সুজানগরের চিনাখড়া- বেড়া মহাসড়কে ঘটনাটি ঘটে । এ ঘটনায় গুরুত্বর অসুস্থ দুই গরু ব্যবসায়ী সুজানগর পৌরসভার মানিকদীর গ্রামের মৃত রস্তম বিশ্বাসের ছেলে আমজাদ বিম্বাস(৪৩) ও একই এলাকার ফজেল হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩৫) বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গরু ব্যবসায়ী জাহেদ হোসেনের ভাই ডাঃ ইউনুস জানান, এদিন ওই দুইজন ব্যবসায়ী নিজ বাড়ী হতে গরু কিনতে বেড়া হাটের উদ্দেশে সিএনজি যোগে রওনা হন। পরে চিনাখড়া থেকে একটি যাত্রী পরিবহন বাসে উঠলে তাদের মুখে মাস্ক না থাকায় একজন অপরিচিত ব্যক্তি দুইটি মাস্ক নিয়ে এসে সেটি মুখে লাগিয়ে বাসের সিটে বসতে বললে ব্যবসায়ীরা মাস্ক পড়ে বাসের সিটে বসে পড়েন। এর কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়লে তাদের দুইজনের কাছ থেকে ৯৭ হাজার টাকা নিয়ে বাস থেকে নেমে যায় ছিনতাইকারী দলের সদস্যরা। কিছুক্ষণ পরে বাসের কন্ডাক্টর ভাড়া নিতে আসলে দেখেন ওই দুইজন ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন । এ সময় কাশিনাথপুর নামক স্থানে অজ্ঞান অবস্থায় তাদেরকে নামিয়ে দিয়ে বাসটি তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ওই দুই গরু ব্যবসায়ীর স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বুধবার থানার ওসি আব্দুল হাননান জানান,বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এবং এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগও পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD