July 15, 2025, 3:16 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে চাঁ-দাবাজি ও সন্ত্রা-সের বিরু-দ্ধে বিএনপি বিক্ষো-ভ মিছিল জলবায়ু হু-মকি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ রপ্তানিতে টরন্টো-চট্টগ্রাম কৌশলগত সংলাপ: মেয়র ডা. শাহাদাত ঘোনা কুচিয়ামারা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আ: খালেককে মা-রপিটের অ-ভিযোগ সেনবাগে সম্পত্তিগত বিরো-ধে র-ক্তক্ষয়ী সংঘ-র্ষের ঘটনায় দো-ষীদের শা-স্তির দাবিতে এলাকাবাসীর মান-ববন্ধন: চু-রি করে নিয়ে যাবার কালে ডিম সহ চো-র আ-টক বরিশালে পৃথক অভি-যানে ২৬৫০ পিস ইয়া-বা ও জা-লনোটসহ গ্রে-প্তার ৪ মাদ-ক ব্যবসায়ী ঢাকা ও আশুলিয়ায় মা-মলা বাণি-জ্যসহ বিএনপি’র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা চাঁদাবা-জি অ-স্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভে-জাল খাদ্যপণ্য তৈরি-স্বাস্থ্যঝুঁ-কিতে শিশুসহ সাধারণ মানুষ বৃক্ষরোপণ শুধু পরিবেশ সুরক্ষার জন্যই নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মূল্যবান সম্পদ- ডিসি মুফিদুল আলম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেছারাবাদ কমিটিতে আও-য়ামী দোস-রদের স্থান দেয়ায় বিএনপির ক্ষো-ভ
বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক ডিস ব্যবসায়ীকে লাঞ্ছিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক ডিস ব্যবসায়ীকে লাঞ্ছিত

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতির বিরুদ্ধে নিবন্ধিত ক্যাবল ব্যবসায়ীকে লাঞ্ছিত করার অভিযোগ।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এএসকে ক্যাবল টিভি নেটওয়ার্ক স্বত্বাধিকারী মোঃ আরিফ রব্বানী ৩ আগষ্ট বুধবার জানায়, তিনি বাংলাদেশ টেলিভিশন কর্তৃক রেজি নং- ১৫০২ এর একজন নিবন্ধিত একজন ক্যাবল ব্যবসায়ী। তার কার্যক্রম চলাকালে অন্য উপজেলা কাহারোল হতে শতগ্রাম ইউনিয়নে লাইসেন্স বিহীন ক্যাবল ব্যবসায়ী সম্পূর্ণ অবৈধ ও অনৈতিকভাবে তার এলাকায় ডিস সংযোগ লাগানোর ঘটনায় গত ১৬ মার্চ শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতির কাছে লিখিত অভিযোগের মাধ্যমে বিচার প্রার্থনা করেন। ইউনিয়ন চেয়ারম্যান বিচার না করে বিভিন্নভাবে তালবাহানা করে কালক্ষেপন করে ঘুরায়। অপরদিকে অবৈধ ক্যাবল ব্যবসায়ীকে প্রকাশ্যে সংযোগ প্রদান ও ব্যবসা প্রসারে সহযোগীতা করেন। বিচার না পেয়ে গত ২৬ জুলাই এএসকে ক্যাবল টিভি নেটওয়ার্ক স্বত্বাধিকারী মোঃ আরিফ রব্বানী চেয়ারম্যানের কাছে অভিযোগটি ফেরত চাইলে ঝাড়বাড়ী বাজারে চেয়ারম্যান প্রকাশ্য জনসম্মুখে অশালীন ও অকথ্য ভাষায় গালী-গালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে লাথি মারেন, কিন্তু লাথিটি গায়ে না লেগে সামনে রক্ষিত টেবিলে লাগে।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মুঠোফোনে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে জানান, আরিফ অভিযোগ দিয়েছে। চৌকিদারের মাধ্যমে বিপক্ষ দলের তার ধরে এনেছি।
ঘটনাটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ৩১ জুলাই রবিবার তিনি লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা (ইউএনও) মুঠোফোনে জানান, অভিযোগ পাওয়ার পরে বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য এসিল্যান্ডকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. কামাল হোসেন জানান, আমি খুব শীঘ্রই সরেজমিনে তদন্ত করার জন্য যাবো। তদন্ত রিপোর্টে সত্যতা পাওয়া গেলে প্রয়োাজনীয় ব্যবস্থাা গ্রহণ করা হবে।
বিঃ দ্রঃ – জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগের কপি ও শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতির ছবি সংযুক্ত রইল।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD