December 26, 2024, 3:08 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ গাউসিয়া কমিটি বৃহত্তর মোছাফফাহ শাখার উদ্যোগে আওলাদে রাসুল ( ﷺ ) হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাদ:)র এবং খাজা চৌহরভী (রাহ:) সালানা ওরস মোবারক উদযাপন উপলক্ষে খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল গাউসিয়া কমিটি বৃহত্তর মোছাফফাহ শাখার সভাপতি মোঃ জামাল এর সভাপতিত্বে জামাল অটো ওয়ার্কশফ (এম- ৭)তে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি U A E কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জানে আলম সাহেব বিশেষ অতিথি হাজী ইয়াকুব মোহাম্মদ সেলিম সিআইপি মোহাম্মদ মুছা মাওলানা মোবারক মোহাম্মদ বাবুল মোহাম্মদ পারভেজ মোহাম্মদ হাসান প্রধান বক্তা ওমরগণি সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও মুসাফফা শাখার মৌওলানা ইদ্রিস মৌওলানা আনসারী মৌওলানা জয়নাল মোহাম্মদ জসিম হাজী আবু তাহের মাওলানা দিদার মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইলিয়াস নাছির সিকদার মোহাম্মদ মহিউদ্দীন মোহাম্মদ তসলিম মহিউদ্দিন খোকন সহ সকল নেতৃবৃন্দ
*ওরসে পাক উপলক্ষে গৃহীত কর্মসূচি ছিল নিম্নরুপ :-
# শুক্রবার ভোর ৪.০০ টায় উঠ যবেহ,
#বাদে আসর ৬.০০ টায় পবিত্র খতমে গাউসিয়া শরীফ, ও খতমে খাজেগান শরীফ
#বাদে মাগরিব মিলাদ মাহফিল সালাতু সালাম, ফাতেহা ও দোয়া মোনাজাত ও তবরুক বিতরণ৷ করা হয়৷