May 13, 2025, 8:03 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে দেশীয় চোলাই ১২লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের নিজ বাড়িতে বসে দেশীয় চোলাই মদ দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল খোকন দেওয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাঘার গ্রামের মৃত.গনেশ চন্দ্র দেওয়ানের ছেলে মাদক ব্যবসায়ী খোকন দেওয়ানকে ১২লিটার দেশীয় চোলাই মদসহ এসআই মোঃ শাহজাহান গ্রেফতার করেন। এঘটনায় এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন যার। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খোকন দেওয়ানকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।