May 13, 2025, 11:45 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ পঞ্চগড়ের আয়োজনে ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ মাসের কল্যাণ সভা এবং পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা, পিপিএম ।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
একই সঙ্গে সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, পঞ্চগড় ।
পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা সংক্রান্ত, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও সভায় অত্র পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ফেব্রুয়ারি/২০২৩ মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করেন এবং পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, পঞ্চগড় ।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে ফেব্রুয়ারি/২০২৩ মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী নির্বাচিত হন।
শ্রেষ্ঠ বিট অফিসার এসআই (নিরস্ত্র)/ মোঃ মাসুদ রানা, সদর থানা, পঞ্চগড়।
শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই (নিরস্ত্র)/ তপন কুমার, তেঁতুলিয়া মডেল থানা, পঞ্চগড়।
শ্রেষ্ঠ সার্জেন্ট/ আঃ রউফ, সদর ট্রাফিক, পঞ্চগড়।
শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র)/ মোঃ আবু সহিদ, সদর থানা, পঞ্চগড়।
কল্যাণ সভায় পঞ্চগড় জেলা হতে সম্প্রতি বদলী হওয়ায় ইন্সপেক্টর মোঃ আব্দুর রাজ্জাক মিঞা (ডিআই-১) ও টিআই কাজী কামরুল ইসলাম (টিআই প্রশাসন)-দ্বয়কে বদলী জনিত বিদায় সংবর্ধনা হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন জনাব এস,এম, সিরাজুল হুদা পিপিএম, পুলিশ সুপার, পঞ্চগড় ।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে, ফেব্রুয়ারি/২০২৩ খ্রিঃ মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র জেলার গত ফেব্রুয়ারি/২০২৩ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব মোছাঃ রুনা লায়লা, ডিআইও-(১), সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য।