January 3, 2025, 4:00 am
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ”লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর পিতা জয়পুুরহাটের বর্ষীয়ান আ”লীগ নেতা, সাবেক সাংসদ আব্বাস আলী মন্ডল এর স্বরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) বিকেলে জয়পুুরহাট জেলা আ”লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু-এমপি,জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আ”লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ জেলা আ”লীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠিত স্বরণ সভায় ৭৫ পরবর্তীতে জয়পুরহাট জেলায় আ”লীগকে সুসংঘটিত করতে মরহুম সাবেক সংসদ আব্বাস আলী মন্ডলের অবদান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার ভূমিকাসহ তার বিভিন্ন অবদান তুলেধরে আলোচনা করার পাশাপাশি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।