January 3, 2025, 9:52 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক মুষ্টি চাল সমিতির গাছ ও বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছ ও বিভিন্ন জাতের শাক সবজির বীজ বিতরণ করেন সমিতির প্রতিষ্ঠাতা ও নিজপাড়া গ্রামের মৃত নুরুন্নবী প্রামাণিকের ছেলে ঝালা চানাচুর বিক্রেতা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সমিতির চেয়ারম্যান রাহিনুর বেগম, সাংবাদিক মোঃ আনিসুর রহমান আগুন, গ্রাম পুলিশ রেজাউল করিম। গাছের মধ্যে ছিল মেহগনি ও ইউক্লেকটাস। শাক সবজির বীজের মধ্যে ছিল, পুঁইশাক, লালশাক, লাউ, কুমড়া করলা,মুলা প্রভৃতি। পরে রামজীবন ইউনিয়নের গুচ্ছ গ্রামেও সাইফুল ইসলাম নানা জাতের তরিতরকারির বীজ বিতরণ করেন।