December 27, 2024, 1:18 am
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —
রংপুরে মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ব্লাড ডোনার গ্রুঅনুষ্ঠিতপের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গত ২৪ জুলাই রোববার মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট নাট্য নির্মাতা ও অভিনেতা জি এম সৈকত ও মহাসচিব অভিনেত্রী অপ্সরা সুহিসহ অন্যান্য নেতৃবৃন্দের রংপুরে আগমন উপলক্ষ্যে স্থানীয় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,রংপুর মিলনায়তনে ব্লাড ডোনার্স গ্রুপের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতার কল্যাণ ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি এম সৈকত, বিশেষ অতিথি হিসেবে মহাসচিব অভিনেত্রী অপ্সরা সুহি, বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য নির্মাতা নজরুল কোরেশি বক্তব্য রাখেন।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেনে রংপুরীর সঞ্চালনায় পরিবেশিত এ অনুষ্ঠানে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টাংগাইল জেলা কমিটির সভাপতি অভিনেতা সুজন রাজা, ঝালকাঠি জেলা কমিটির সভাপতি অভিনেত্রী নীলিমা নুপুর, অভিনেত্রী শারমিন বৃষ্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী বেলাল আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আহসানুল হাবিব মন্ডল, নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি রত্না সিনহা, রংপুর জেলা কমিটির সহ-সভাপতি এটিএম মোর্শেদ, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কাজী ইমরান, গঙ্গাচড়া উপজেলা কমিটির সভাপতি গোলাম রব্বানী রতন, মিঠাপুকুর উপজেলা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ ও সাধারণ সম্পাদক নূর সাঈদা নাজনীন মুন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের বিশিষ্ট উপদেষ্টা অসুস্থ অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুকে দেখতে নেতৃবৃন্দ ডক্টরস ক্লিনিকে যান এবং তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।