ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নাগরিক সংবর্ধনা

নাজিম উদ্দিন রানাঃবাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন মন্তব্য করে বলেন, বি এন পি”র কাছে দেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ। তাদের কাছে বাংলার জনগণের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে মানিলন্ডারিং করে বিদেশে টাকা পাঠানো গুরুত্বপূর্ণ। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলেট-গ্রেনেড মোকাবিলা করে লড়াই-সংগ্রাম করেছেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলাবাসির গর্বিত সন্তান তানভীর হাসান সৈকতকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সৈকতকে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের একেএম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন।

এসময় আরো ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *