November 27, 2024, 3:26 am
হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমে চিত্র নায়িকা দিঘি’র আগমন-এই উপলক্ষে বিনোদন প্রেমি জনতার ঢল জামগড়া ফ্যান্টাসিতে। এক সময়ের শিশু শিল্পী এই চিত্র নায়িকা দিঘি এখন সফল নায়িকা।
শুক্রবার (২২ জুলাই ২০২২ইং) দুপুর ১২টায় ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অব: মেজর মঞ্জুরুল এর অনুমতিক্রমে বিনোদন সংবাদ সংগ্রহের জন্য সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্যান্টাসি কিংডমের ভেতরে বিনোদন প্রেমি প্রায় ৩ থেকে ৪ হাজার বিভিন্ন বয়সের মানুষ ঢল। সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করেছেন বিনোদন প্রেমিরা।
উক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, ফ্যান্টাসি কিংডমে বাহিরের খাবার নিষিদ্ধ। বিনোদন প্রেমিদের কোনো সমস্যা হলে নিরাপত্তাকর্মীদের কাছে সাহায্য সহযোগিতা নিতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই আনন্দ উপভোগ করবেন, কোনো ব্যক্তি কোনো প্রকার সমস্যা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আন্তর্জাতিক সীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডমে গণমাধ্যম কর্মীদেরকে অনুমতিক্রমে প্রবেশ করতে হয়। কয়েকজন সাংবাদিক জানান, আমরা এখানে সংবাদ সংগ্রহের জন্য আসছি কিন্তু ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে আমাদেরকে এক গ্লাস পানিও খাইতে দেননি। হেলাল শেখ বলেন, ফ্যান্টাসি কিংডম বিনোদন কেন্দ্রে বেড়াতে এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অব: মেজর মঞ্জুরুল সাহেব আমাদের ক্লাবের কয়েকজন সদস্যকে সংবাদ সংগ্রহের জন্য অনুমতি দেন। এরপর তিনি আর কোনো খবর রাখেননি। আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিলাম। ফ্যান্টাসি কিংডমে কর্মরত সবাইকে ধন্যবাদ।