December 26, 2024, 7:36 pm
আগৈলঝাড়া থেকে
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ চারজনকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিক দের জানান
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সোমাইরপাড় গ্রামের আবুল হোসেন বক্তিয়ারের ছেলে মনির বক্তিয়ারকে(৪০) পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে আদালত চেক প্রতারণা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০লাখ ১৫হাজার ৭শ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই মনির পলাতক ছিল। অন্যদিকে একই রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সমীর মন্ডল, রাংতা গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহম্মদ মোল্লা এবং বাশাইল গ্রাম থেকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মজিবর ঘরামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার বরিশাল আদালতে এবং সাজাপ্রাপ্ত মনির বক্তিয়ারকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।