রাজারহাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিবে ৬ শত ৫৮জন শিক্ষার্থী

এনামুল হক সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৯-১২-২০২২ ইং।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত সারাদেশে ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে।অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় রাজারহাট উপজেলায় ৬শত ৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার সরকারি ৫০টি প্রাথমিক বিদ্যালয়,৭৩টি জাতীয়করন প্রাথমিক বিদ্যালয়,১৯টি কেজি প্রাথমিক বিদ্যালয়ের ৬শত৫৮জন শিক্ষার্থী অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা কেন্দ্র রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২ টি কক্ষে ২৬জন শিক্ষক পরিদর্শকের দায়িত্বে ২শত ৪৯জন বালক ও ৪ শত ৯ জন বালিকা চার বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকবেন ইউএনও নূরে তাসনীম ।#

এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *