শ্রীবরদীতে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ডিসি সাহেলা আক্তার

ষ্টাফ রিপোর্টার।।
শেরপুরের শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার । শনিবার (২৪ শে ডিসেম্বর) দুপুরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের হাড়িয়াকোনা
নির্মাণাধীন ৮টি ঘর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় শেরপুরের স্থানীয় সরকার উপপরিচালক
তোফায়েল আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান,উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসসহ শেরপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন জানান- উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের হাড়িয়াকোনা এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য
৮টি ঘরের নির্মাণ কাজ চলছে। এই ৮টি ঘরে ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে পুনর্বাসিত করা হবে। এই তথ্য জেনে জেলা প্রশাসক সাহেলা আক্তার মন্তব্য করেন- এটি একটি চমৎকার উদ্যোগ। এরপর তিনি ঘর নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *