সব ওরাওঁ সম্প্রদায় নৌকায় ভোট দিবেন শতভাগ নিশ্চয়তা দিচ্ছি নেতৃবৃন্দ- রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় ওরাওঁ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন ( বসা) র উদ্যোগে ৩ দিন ব্যপি ৫ম. বাংলাদেশ ওরাঁও শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠনের (বসা) সভাপতি প্রকৌশলী মলিন লাকড়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রাজা দিঘরী রাজ পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা সহকারি ক্রীড়া কমান্ডার রামপদ সরদার, উপস্থিত ছিলেন, ভারতের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. গ্রিরিস কুজুর, জন প্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার উপ-সচিব দেবেন্দ্র নাথ উরাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর মোঃ তারেক নূর, রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, বিশিষ্ট সমাজ সেবক, সুনন্দন দাস রতন, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ শরিফুল ইসলাম, তানোর সার্কেল এসপি মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর জেলার বীরগজ্ঞ সরকারি কলেজের অধ্যক্ষ, মোঃ মাকসুদুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী প্রমূখ।

শিক্ষা সংস্কৃতি ঐক্য প্রগতি ” আসুন মিলি বিন্দুতে, প্রাপ্তি সুখের সিন্ধুতে”” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলোচনা করা হয়েছে সমাজ উন্নয়নে আদিবাসী যুব ও নারী সমাজের ভূমিকা, বিশ্বায়নের যুগে আইটি শিক্ষার গুরুত্ব, পড়াশুনার বিভিন্ন স্তর ও সুযোগসুবিধা, আদিবাসীদের আইন ও অধিকার বিষয়ে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, কবি, গবেষক, কলাম লেখক, মাধবাধিকার কর্মী, সমাজসেবী, সাংস্কৃতি কর্মী, কৃতি শিক্ষার্থী, সংগঠক। এছাড়া এখানে উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় ওরাওঁ নৃত্যু।

প্রধান অতিথি ওমর ফারক চৌধুরী এমপি বলেন, বিএনপি হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, জিয়াউর রহমান সেনানিবাস থেকে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। আওয়ামীগের সরকার উন্নয়নের সরকার, শিক্ষা বান্ধব সরকার, বিশ্বে মাথা উচ্চু করে দাঁড়ানোর সরকার। ছাত্র সংগঠনের জন্য আগামীতে যা যা করা দরকার তা আমি করবো। এ সংগঠনকে শক্তিশালী করা হবে।, তালের রস না পান করার জন্য সচেতেনতা সৃষ্টি করবে। তাদের ভূমি অধিকার নিয়ে বিভিন্ন স্তরে কথা বলতে হবে যে, যেন ভূমির সমস্যার সমাধান হবে। তোমাদের সবাইকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আমি এক বেলা না খেয়ে থাকবো কিন্তু পড়া লিখা করবো। নিজের পাঁয়ে দাঁড়াতে হবে। তোমাদের মধ্যে যারা শিক্ষিত হচ্ছো, প্রতিষ্ঠিত হচ্ছো তাদেরকে দায়িত্ব নিয়ে হবে, যেন অন্যদের শিক্ষিত, করতে সাহায্য করতে হবে, চাকুরীর ব্যবস্থা করতে হবে, আগুনে না পুড়লে লৌহা কোন দিন ইস্পাত হয় না। তাই তোমাদের সমস্যার সমাধান তোমাদেরকে করতে হবে। ওরাওঁ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা ইচ্ছা করলে আর পেছনের দিকে আর আসতে পারবে না। বর্তমান সরকার তোমাদের সাথে আছে, তোমাদের কোন ভয়, আমি এমপি হয়েছি, রাজনীতি করচ্ছি আদিবাসীদের ভাগ্যের উন্নয়ন করার জন্য। তাই আমাকে আদিবাসী প্রীতি বলে থাকেন। এখন আদিবাসীদের আর আলাদা করে দেখা হয় না।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *