February 5, 2025, 2:14 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
জেলার পানছড়ি ইউপিতে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে জিবিভি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতা পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কণ্যা শিশুর ক্ষমতায়ন নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, এস,আই ইমদাদুল , প্রেস ক্লাবের সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি , স্থানীয় সামাজিক ও ব্যবসায়ীক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।