রাজশাহীর চারঘাটে জমিজমার বিরোধে সংঘর্ষ, ২ ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধ নিয়ে সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত ছয়জন। নিহত দুজন হলো, দেদার হোসেনের ছেলে আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও জেকের হোসেনের ছেলে আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশের চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুইপক্ষের অন্তত আটজন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।
প্রণব কুমার বলেন, সংঘর্ষে মারা যাওয়া দু’জনের লাশ হাসপাতালে আছে। আহতরাও চিকিৎসা নিচ্ছেন। পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *