লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরবে ‘প্রবাসীদের কল্যাণে আমরা’ এই শ্লোগান সামনে রেখে এক ঝাঁক প্রবাসীকে নিয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও প্রবাসীদের কল্যাণে নিয়োজিত লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টায় মক্কার একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ এইচ রেজার পরিচালনায় কোরআন তেলাওয়াতের পর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাকের উল্লাহ বাচ্চু। সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী। উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা মুরিদুল আলম চৌধুরী মুরাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রাশেদুল আমিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি এসএম আবু তাহের, সহসভাপতি শাহেদ হোসেন চৌধুরী কপিল, সংগঠনের যুগ্ম সম্পাদক ইমরান খান বাপ্পি, ব্যবসায়ী হারুনুর রশিদ, ব্যবসায়ী নুরুল আলম, এটিএন বাংলা প্রতিনিধি সাজিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সৌদি আরব লোহাগাড়া প্রবাসী সমিতি করোনা মহামারিকালে এবং করোনা-পরবর্তী সময় মুমূর্ষুদের শতাধিক প্রবাসী ও তাদের পরিবারকে মানবিক উপহার প্রদান, প্রবাসে অসুস্থ প্রবাসীদের স্বেচ্ছায় রক্তদানসহ প্রবাসে ও লোহাগাড়া উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা, মানবিক উপহারসহ প্রবাসীদের কল্যাণে আনরা কাজ করে যাচ্ছি। শেষে আগত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *