August 20, 2025, 5:38 pm
আজিজুল ইসলামঃ ভারতে পাচারের সময় শার্শার পুট খালী সীমান্তে বাইসাইকেলের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণসহ ইমানুর রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর-পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমানুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর পুটখালী সড়ক দিয়ে স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো পাচারকারী এসময় সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন বাইসাইকেল আরোহিকে গতি রোধ করা হয়। পরে তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।