জামায়াত কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়- মাওলানা কামরুল আহসান এমরুল

আরিফ রববানী ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ময়মনসিংহ মহানগরীর আমীর ও সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, ‘জামায়াত একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেউ ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, শিক্ষায় কোনো দুর্নীতি থাকবে না। ইসলাম যে মৌলিক শিক্ষা, তা সমাজে বাস্তবায়ন করে একটি ন্যায়, ইনসাফভিত্তিক সমাজ কায়েম করতে চায়।’

বুধবার দুপুরে তিনি উপজেলার অষ্টধার ইউনিয়নের অষ্টূার কুঠুরা কান্দা মধ্যপাড়া জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, বিদ্যাগঞ্জ থানা আমীর হায়দার করিম, ছাত্রশিবির সভাপতি আকরাম হোসাইন সহ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখার নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

কামরুল আহসান এমরুল বলেছেন, ‘সবাই আমরা সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। আগামীর দিন কুরআনের দিন, যারা কুরআনের সাথে আছেন, তাদেরকে সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

এসময় তিনি বলেছেন, রাষ্ট্রের অনেক সম্পদ আছে যা দিয়ে দেশের সব মানুষের সুন্দরভাবে চলার ব্যবস্থা করা সম্ভব। কিন্তু রাষ্ট্রের সম্পদের দায়িত্বে যারা থাকে তারা সেসব খেয়ে ফেলে। তবে আমরা ক্ষমতায় গেলে তা হতে দেব না। এসময় চব্বিশের জুলাই বিপ্লবের পর একটি ইনসাফ, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। রিকশাচালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ছেলে যদি লেখাপড়া করে এগিয়ে যেতে চায়, তাকে সুযোগ করে দেওয়া হবে। পরে তিনি দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ মোলক রাষ্ট্র গঠনে উপস্থিত সকলকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *