July 1, 2025, 11:56 pm
রাসেল শেখ,
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. নাঈম (২৬)। তিনি ওই এলাকার রাজু মিয়ার ছেলে।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নির্দেশে ১৫টি সিএনজি করে রিয়াজের অনুসারীরা বাড়ি থেকে তুলে নিয়ে নাঈমকে হত্যা করেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),জয়নাল আবেদীন মন্ডল জানান, বাদীর অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। আর অভিযোগ দিলে সাথে সাথে মামলা রেকর্ড করা হবে।