July 1, 2025, 8:27 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার টাংগারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বিদ্যালয়ের সংলগ্ন প্রধান সড়কে সিসি (সিমেন্ট কংক্রিট) রোড নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। এতে করে দূর্ভোগের হাত থেকে রক্ষা পাবে শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার লোকজন। প্রধান সড়ক হতে স্কুলে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন কাঁচা রাস্তা থাকায় শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা ও দুর্ভোগের শিকার হতে হতো। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বর্ষা মৌসুমে পানিতে ডুবে যেত এবং কাদা ও কর্দমাক্ত অবস্থার কারণে এলাকাবাসী, বিশেষ করে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই রাস্তাটি নির্মাণ কাজ শুরু করে উপজেলা প্রশাসন ও ইউএনও’র কৃতজ্ঞতা প্রকাশ করছেন স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।
এরই মাঝে উপজেলার টাংগারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রধান সড়কে সিসি (সিমেন্ট কংক্রিট) রোড নির্মাণ কাজটির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
একই দিনে আরো বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এছাড়াও
টাংগারীপাড়া এলাকাবাসী কোথায় কি সমস্যা আছে তা নিরসনে পরিদর্শনসহ দিনব্যাপী ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছেন।
সুত্র জানিয়েছে-উপজেলার টাংগারীপাড়া এলাকার মেইন রোড থেকে টাংগারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়ক বিদ্যালয় পর্যন্ত কোন রাস্তা না থাকায় ওই স্কুলের শিক্ষার্থী ও জনসাধারনের দীর্ঘদিন ধরে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এমন কি ওই রাস্তা না থাকার কারনে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা কাঁদা পানি ও বর্ষা মৌসুমে পানিতে ডুবে যেত এবং কাদা ও কর্দমাক্ত অবস্থার কারণে
পার হয়ে স্কুলে যাতায়াত করতে হতো। এ ভোগান্তির কথা মাথায় রেখে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে
টাংগারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রধান সড়কে সিসি (সিমেন্ট কংক্রিট) রোড নির্মাণ
করা হয়। এতে করে ওই স্কুলের শিক্ষার্থী ও জনসাধারন দূর্ভোগের হাত থেকে রেহাই পাবে।
স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানান, রাস্তা না থাকায় প্রতিদিন তাদের পানি-কাঁদা পার হয়ে স্কুলে আসতে হত। কিন্তু এখন রাস্তা নির্মান করায় আমাদের ভোগান্তির দিন শেষ হলো।
তাদের মতে-এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন বকশীগঞ্জ উপজেলার সম্মানিত ইউএনও মাসুদ রানা। তাঁর উদ্যোগে ও তত্ত্বাবধানে বর্তমানে এই রাস্তায় সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে, যা এলাকার মানুষের চলাচলে উন্নত- সুব্যবস্থা নিশ্চিত করবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, আমার নিজের স্বার্থে নয় এলাকাবাসী ও স্কুল-কলেজ শিক্ষার্থীদের সুবিধার্থে রাস্তাটি আমরা নির্মান কাজ শুরু করেছি। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, উপজেলার সকল বেহাল সড়ক ও স্কুল প্রতিষ্ঠানে শিক্ষারমান বাড়াতে খোঁজ নেয়া হচ্ছে। অচিরেই এর জনদুর্ভোগময় এলাকাগুলোতে পর্যায়ক্রমে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হবে এবং উপজেলার মাটির গ্রামীন সড়ক পাকাকরনের আওতায় আনা হবে।