July 1, 2025, 7:19 am
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নে দুস্থ অসহায় নারীদের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ১ জুলাই /২০২৫ হতে ৩০ জুন/২০২৭ চক্রের (ভিডব্লিউবি) প্রকৃত উপকারভোগী নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করণে ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুর আড়াইটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উম্মুক্ত পরিবেশে ৮৪৭ জন আবেদনকারী থেকে ২১২ জন উপকারভোগী বাছাইয়ে যৌথভাবে এই লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন ও উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়নের প্রশাসক উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজসহ লটারী কার্যক্রমের প্রতি ওয়ার্ডের বাছাই কমিটির সদস্য,ইউপি সদস্যগণ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।