সুজানগরে ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের এইচ এস সি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সোমবার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) মো.শাহরিয়ার হাসান জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মো.এনামুল হক বাকীবিল্লাহ, সুজানগর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাফেজ শোয়াইব আহমেদ, পৌর শাখার সভাপতি হাফেজ তামজিদ আহমেদ ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি মো.ইয়াছিন প্রমুখ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের প্রচেষ্টা ও আবেগপূর্ণ বিদায়কে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি ইসরাইল হোসেন শান্ত পরীক্ষার্থীদের ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে সততা, পরিশ্রম ও ন্যায়পরায়ণতা অবলম্বন করার পরামর্শ দেন। এ সময় সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের জীবনের নতুন দিক চালু করার সময় বৈধ লক্ষ্য নির্ধারণ ও তঁাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ প্রদান করেন। বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে আগামী দিনে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অঙ্গীকার করেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *