July 1, 2025, 11:44 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ভালুকায় নিরাপদ ব-র্জ ব্যবস্থাপনা না করার অপ-রাধে খামার মালিককে ২ লাখ টাকা জ-রিমানা পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যৌ-ন নির্যা-তনের অভি-যোগ আশুলিয়ায় ৫ লক্ষ টাকা ছিন-তাই গু-লাগুলি ও পৃথক স্পটে কিশোর গ-্যাং সন্ত্রা-সীদের হাম-লায় আহ-ত-৫ দুদ-কের বিশেষ অভি-যানেও ব-ন্ধ হয়নি বিআরটিএ কর্মকর্তা ও নির্বাচন অফিসের অনি-য়ম দুর্নী-তি পরিশ্রমী এক মানবিক চিকিৎসক ডা. হাসান মাহমুদ পাইকগাছা-সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ ফে-লে পালি-য়েছেন ঠিকাদার মহেশপুর সীমান্তে ফের ভারতীয় নারী আ-টক ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী’২৫ পালিত তেঁতুলিয়ায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অ-নিয়ম, অফিস নেয় লাখে ২৫ হাজার রাজশাহী কেন্দ্রীয় কারা-গারে খুদে শিক্ষার্থীদের নিয়ে তারুণ্যের উৎসব ও আলোচনা সভা অনিষ্ঠিত
জীবননগর থানার বিশেষ অভি-যানে সা-জাপ্রাপ্তসহ ৫ আ-সামি গ্রেফ-তার

জীবননগর থানার বিশেষ অভি-যানে সা-জাপ্রাপ্তসহ ৫ আ-সামি গ্রেফ-তার

আল আমিন মোল্লা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ১ জনসহ মোট ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন, এএসআই (নিঃ) এসএম রাসেল, এএসআই (নিঃ) মোঃ হেমায়েত উদ্দিন হিমু, এএসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবীর এবং এএসআই (নিঃ) মোঃ রেজা হাসমত সহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে যেসব আসামিদের গ্রেফতার করা হয়: ১। সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইন্তাজুল হক (সিআর-২১৬/২২, এসসি-১৫১৫/২২), পিতা-মোঃ আঃ ছাত্তার, সাং-পাকা।
২। মোঃ ইব্রাহিম খলিল (৪৫), কোট সিআর-৪৪১/২৪ এর পরোয়ানাভুক্ত, পিতা-মশিয়ার রহমান, সাং-তরফদার মেডিসিন হাউজ।
৩। মোঃ উসমান আলী, মহেশ সিআর-২৪/২৫ এর পরোয়ানাভুক্ত, পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-মনোহরপুর।
৪। মোঃ ইমামুল মল্লিক (৪৫), জিআর-২৭/২৫ এর পরোয়ানাভুক্ত, পিতা-মোঃ মুংলা মল্লিক, সাং-মুক্তারপুর।
৫। মোছাঃ রুবিয়া খাতুন, সিআর-৬২০/২৩ এর পরোয়ানাভুক্ত, স্বামী-মোঃ কামাল হোসেন, সাং-সদরপাড়া (দক্ষিণপাড়া)।

উল্লেখ্য, সকল আসামিকেই যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের এই বিশেষ অভিযানকে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD