July 18, 2025, 1:17 am
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
নেছারাবাদের চামি এলাকায় খালে অজু করতে গিয়ে নব্বই বছর বয়সী বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনা স্থল থেকে ঐ মহিলার মরদেহ উদ্ধার করে।
বুধবার রাত ১১টার সময় চামি একতা বাজারে ৩নং ওয়ার্ডে ঐ ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার বেলা ১২টার সময় তার মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে উদ্ধার করে।
এলাকাবাসীর দেয়া তথ্য মতে জানা যায়, মোসাম্মৎ মতিউননেছা চামি ৩নং ওয়ার্ডের মৃত সেকান্দার আলীর স্ত্রী তার বয়স নব্বই বছর। মোসাম্মৎ মতিউননেছা রাত আনুমানিক রাত ১১টার সময় বাথরুমের কাজ শেষে ঘরের পাশের খালে অজু করতে যায়। ফিরে আসতে দেরি হওয়ায় তার ছেলে মেয়ে তাকে খোঁজ করতে বের হয়। অনেক ডাকাডাকি করে খুঁজে না পাওয়া গেলে ঘাটের কাছে যায় গিয়ে দেখে জুতা পড়ে আছে।
অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে। সকালে নেছারাবাদ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে নেছারাবাদ উপজেলা ফায়ার সার্ভিস ঘটনায় স্থলে যায় এবং বরিশালের ফায়ার সার্ভিস স্টেশনে থেকে ডুবুরি দল আসে। প্রায় ০৩ ঘণ্টা ডুবুরী দলের চেষ্টায় ভিকটিম মোছাম্মৎ মতিউননেছাকে দুপুর ১২.৩০ মিনিটের সময় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নেছারাবাদ ফায়ার স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, সকালে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই এবং বরিশালের ফায়ার সার্ভিস স্টেশনে থেকে ডুবুরি দল আসে। প্রায় ০৩ ঘণ্টা ডুবুরী দলের চেষ্টায় ভিকটিম মোছাম্মৎ মতিউননেছাকে দুপুর ১২.৩০ ঘটিকার সময় তার মরদেহ উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে অফিসার পাঠিয়েছি। ঘটনার বর্নান শুনে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি অজু করতে গিয়ে খালে পড়ে মৃত্যু হয়েছে তবে কারো কোন অভিযোগ পাইনি।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।